মৃত সংগীত
................ ঋষি
============================================
লাল ,নীল ,সবুজ নিয়ে হাজারো রং
মৃত সংগীত।
চলন্তিক প্রশ্ন করেছিল কাকে নিয়ে লেখো কবি এমন কবিতা
বলতে পারি নি ,হয়তো বলতে চাই নি
আসলে আমি যে মৃত্যুর কবিতা লিখি।
.
সত্যি বড় অদ্ভুত
মানুষ নামক জীবটার মানচিত্র খুলে অবাক হয়ে দেখা
কত হাজারো রং।
হাজারো অনুভূতি ,হাজারো স্পর্শ ,যেন হাজারো সভ্যতা
আর আমি সেই সব্যতার মৃত্যু কল্প দ্রুম
যে শুধু মানুষের কবিতা স্পর্শ ছুঁয়ে বাঁচে।
পথচলা
বিস্তির্ণ প্রান্তরময় অযুতনিযুত ম্যাজিক
ম্যাজিক মানুষের হাসি ,মানুষের কান্না ,মানুষের বাঁচা
অদ্ভুতুড়ে কোনো বিশাল ক্যানভাস ,
হাজারো রঙের ,হাজার রঙের হাজারো মানুষ
অথচ শেষ রঙটা সাদা সর্বদা।
.
লাল ,নীল ,সবুজ নিয়ে হাজারো বাঁচা
মৃত সংগীত।
চলন্তিকা প্রশ্ন করেছিল কবি কি করে তুমি প্রেমময়
আমি হেসেছিলাম ,সে দেখে নি
আসলে আমার প্রেমেও মৃত্যু আঁকা।
No comments:
Post a Comment