Saturday, March 30, 2019

কিন্তু পাখি

কিন্তু পাখি
............ ঋষি
====================================
তোকে হাজারোবার বলেছি যত ব্যস্ত থাকবি
ততো ভালো থাকবি।
যত একোরিয়ামের জলে জল রাখবি
দেখবি বিপদ ,এক বেদম স্রোতের জলে ভেসে যাবি।
.
কালি  লেপে যাবে চোখে
চোখ কাড়তে থাকবে দেওয়ালে টাঙানো মা সারদা।
প্রোফাইল পিকচারে জয়  জয়কার হবে
কিন্তু দেখিস কালি আরো বেড়ে যাবে তোর শরীরে।
সারা হৃদয় জুড়ে ছোপ ছোপ সম্পর্ক
দেওয়াল ভাঙার খোঁজ খোলা আকাশের জানলা ,
দেখবি হাজারো পাখি
তবু কেউ খুঁটে খাবে না তোর হৃদয়ের ছোপ। 
পাখিরা সব বকুমবাকুম মনের খোপগুলোতে
কিন্তু কেউ পাখি হয়ে আকাশে উড়ে যাবে না।
.
সেই নীলচে কালো জুতো আর চোখে স্যানগ্লাস
বেশ তো ,আর কি দরকার ? 
ঘুম নামবে সারা শরীরে ,তুই ঘুমিয়ে পড়বি
ঈশ্বর খুঁজবি সম্পর্কের নামে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...