Tuesday, March 19, 2019

রঙিন আদর


রঙিন আদর
.................. ঋষি
=========================================
শুভেচ্ছা মধ্যরাত্রি
শুভেচ্ছা আগামীর রঙিন দিন।
ভালো থেকো চলন্তিকা
এটাই লিখতে চেয়েছি বারংবার প্রতিটা কবিতায়।
ঘুম নেই জানি এখন  তোমার চোখে
তবু কিছু স্বপ্নের রঙিন শুভেচ্ছা আগামীর আদরে।
.
স্বপ্ন দেখছো তুমি
সারা আকাশ জুড়ে লাল ,নীল ,গোলাপি আদরের আবির।
তোমার কপাল জুড়ে লালচে সিঁদুর
মিলে ,মিশে যাচ্ছে খুব দূরে শুনতে পাওয়া ট্রেনের হুইসল।
স্টেশনে  এসে পৌঁছলে  তুমি
লাল মাটির দেশ ,গানের সুর আর শান্তিনিকেতন।
তোমার বাসন্তী শাড়ি ,সবুজ ব্লাউজ
হাওয়ায় উড়ছে আঁচল ,রঙের ঘোর ,নেশা ভালোবাসা ।
কেউ একটা মুগ্ধ হয়ে দেখছে তোমায়
ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল, দ্বার খোল  ......
.
বাতাসে উড়ছে আবির
তোমার চোখেমুখে যেন আনন্দের রং
স্বপ্নের রং ,ভালোবাসার রং
সামনে প্রশস্ত পথ রঙিন আদর।
.
শুভেচ্ছা রঙের দিন
শুভেচ্ছা তোমাকে জড়িয়ে ধরা আদরে ।
ভালো থেকো চলন্তিকা
আর কিছু চাই নি ,শুধু ভালো থেকো আরো দূরে থেকে।
জানি তুমি এখুনি জেগে বসে ভাবছো
আচ্ছা রঙিন আদরেরা এমনও হয়।
  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...