Friday, March 8, 2019

অনেক মানুষ


অনেক মানুষ
............... ঋষি
=========================================
অনেকগুলো মানুষ পেরিয়ে এলাম
শহর জুড়ে অনেক মানুষ ,প্রচুর ভিড় ,
কিন্তু শেষ কই ?
.
মাঝে মাঝে দু চারটে মানুষ  দুম করে বদলে যায়
ঝড় ওঠে ,হৃদয় ভাঙে।
আবার কখনো কিছু মানুষ দুম করে সরে যায়
না সত্যি দুম করে শব্দ হয় না ,
শুধু মানুষটা থাকে না।
কেন এমন ?
.
বিপ্লব মরে গেলে
রোজ স্বপ্নে উঠে দাঁড়ায় সেই বোবা ধর্ষিত মেয়েটা
চিৎকার করে রক্ত মুখে করে।
হঠাৎ আকাশ থেকে এগিয়ে আসে সেই শৈশবের শব্দ
যার মা  বলে ডাকার কথা ছিল।
কেন এমন ?
.
অনেক মানুষ ঘেটে আসল সত্য দাঁড়ায়
মৃত্যু ছুঁয়ে ,নিজেকে স্পর্শ করা ,
আর অন্তর আত্মার চিৎকার
কেন জন্ম হয় ? 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...