শেষের শুরু
.................. ঋষি
==============================================
অতিক্রান্ত অলিগলি
বয়স পেরিয়ে দৌড়োবার ঝোঁক মানুষের।
নিঃশ্বাসে বিষ
বিশ্বাসে লেগে থাকা শেওলা কবিতা।
শেষের শুরু
কিংবা ভাবনার শেষের কবিতা।
.
শুয়ে থাকা শরীর জলের তলায়
ঠুকরে যাওয়া ইচ্ছা বুকের ভাঁজে জমানো বাঁচা।
অন্ধকারের পথ চলা
স্বপ্নের সিঁড়ি
কিংবা ক্রমশ গুটিয়ে যাওয়া তোর মত শামুকের জীবন।
ইচ্ছারা ক্রমশ জংলী ঘোড়া
আকাশ ,পাতাল ছিটিয়ে ঘুমের ঘোড়া অনবরত টগবগ।
শেওলা লাগা শরীরের কবিতা
উঠে আসা নোনতা স্বাদ ,আঁশটে গন্ধ।
কবিতার মতো সময় যদি সত্যি হয়
কিংবা মিথ্যা
বাঁচার মত।
.
অতিক্রান্ত দূরত্ব
বয়সের চামড়ার ভাঁজে বালিঘর।
ডুবে যায় সারি দেওয়া সকাল থেকে সন্ধ্যে
অনবরত রক্ত ক্ষরণে।
জন্মের আমন্ত্রণ
আর নিয়ন্ত্রণের ঘরে শুধুই কবিতা।
.................. ঋষি
==============================================
অতিক্রান্ত অলিগলি
বয়স পেরিয়ে দৌড়োবার ঝোঁক মানুষের।
নিঃশ্বাসে বিষ
বিশ্বাসে লেগে থাকা শেওলা কবিতা।
শেষের শুরু
কিংবা ভাবনার শেষের কবিতা।
.
শুয়ে থাকা শরীর জলের তলায়
ঠুকরে যাওয়া ইচ্ছা বুকের ভাঁজে জমানো বাঁচা।
অন্ধকারের পথ চলা
স্বপ্নের সিঁড়ি
কিংবা ক্রমশ গুটিয়ে যাওয়া তোর মত শামুকের জীবন।
ইচ্ছারা ক্রমশ জংলী ঘোড়া
আকাশ ,পাতাল ছিটিয়ে ঘুমের ঘোড়া অনবরত টগবগ।
শেওলা লাগা শরীরের কবিতা
উঠে আসা নোনতা স্বাদ ,আঁশটে গন্ধ।
কবিতার মতো সময় যদি সত্যি হয়
কিংবা মিথ্যা
বাঁচার মত।
.
অতিক্রান্ত দূরত্ব
বয়সের চামড়ার ভাঁজে বালিঘর।
ডুবে যায় সারি দেওয়া সকাল থেকে সন্ধ্যে
অনবরত রক্ত ক্ষরণে।
জন্মের আমন্ত্রণ
আর নিয়ন্ত্রণের ঘরে শুধুই কবিতা।
No comments:
Post a Comment