পৃথিবীতে দুটো জাত
... ঋষি
.
অশোকস্তম্ভ আর আশিয়ানার মধ্যে তফাৎ কি?
ই এম আই আর ইনট্যালিজিয়েন্টের মাঝে তফাৎ কি?
তফাৎ ওষুধ খাওয়ার কিংবা নিজেকে সুস্থ মনে করার?
আমি এত বুঝি না শুধু এটা বুঝি
পৃথিবীতে দুটো জাত
একজন নিয়ম বানায় আর অন্যরা মানে কিংবা বাকিদের মানতে হয়
এটাই গনতন্ত্র , এটাই হিসেব।
.
আর আমি শুধু তাকিয়ে থাকি তেনাদের দিকে যুগের হাওয়া যেদিকে বয়
কমিউনিস্টরা নাকি খারাপ ছিল, চিনে গনতন্ত্র নেই,
আমি জানি গরীবদের ভীষন খিদে পায়
তাদের শরীরে প্রচুর ফুসকুড়ি থাকে।
আমাদের বলা হয়
চাষীরা চাষের বদলে জমি যদি সরকার দিলে তবে দেশের ভালো
আসলে তবেই না জমে মাদারির নাচ ।
.
আমাদের বলা হয় ভারতীয় মেয়েরা সুন্দরী
আমাদের বলা হয় খালি পেটে চিৎকার করতে নেই,
আমাদের দেশের মেয়েরা মিস ইউনিভার্স হবে
আমাদের ভারতবর্ষে সেক্স হলিডে সেন্টার হবে
আমরা মেনে নি।
আমরা মেনে নি এ বছর পুজোর বোনাস হবে না
এ বছর মন্দার কারনে কারখানায় কর্মী ছাটাই হবে,
আমরা মেনে নি হঠাৎ একদিন স্কুলে পড়া ছেলেটা
বাবা মারা গেল বলে চায়ের দোকানে কাজ করবে,
আমরা মেনে নি একজন সদ্য বিবাহিত মেয়ের
পতির ঘরের অত্যাচারে, বাপের ঘরে ফিরে আসা।
আমরা মেনে নি
তাই
সকালে চায়ের সাথে খবরের কাগজ খুলি
প্রতি সন্ধ্যেতে অফিস থেকে বাড়ি ফিরে টিভির খবরে চোখ রাখি
নিয়মিত জানি কিভাবে লাল পার্টি গেরুয়াকে দুষছে
গেরুয়া দুষছে লালকে,
চাঁদপুরে পার্টির বোমাতে উড়ে গেছে কোন বৃদ্ধার বাড়ি
কিংবা সেই মেয়েটাকে ধর্ষন করে খুন করা হয়েছে
যে বড্ড সত্যি বলতো ।
.
আসলে কি জানেন
এই পৃথিবীতে আজকের সময়ের দুটো জাত
একজন নিয়ম বানায় আর অন্যরা মানে কিংবা বাকিদের মানতে হয়।
আর আমরা নিতান্ত সেকেন্ড ক্লাসে পড়ি আজও
মাষ্টারমশাই যা বলে তাই শুনি
কিংবা শুনে চলার চেষ্টা করি
না হলে কাল হয়তো
আপনার খুন হওয়া শরীরটা উপর মাথা ঠুকে কাঁদবে আপনার স্ত্রী
কিংবা আপনার কাছে আসতে পারে একটা টেলিফোন
আপনাকে যেতে হতে পারে থানায়
গত দুদিন ধরে বেপাত্তা মেয়ের মৃতদেহ সনাক্তকরনে।
.
No comments:
Post a Comment