Tuesday, August 3, 2021

স্ত্রী

 


স্ত্রী 

... ঋষি 

স্ত্রী নিয়ে কথকতা 

প্রশ্ন করেছি নিজেকের এই পরমায়ুতে  স্ত্রী কাকে বলে ?

স্ত্রী হলো সকালের পাখির ডাকে ঘুম ভাঙার মতো একটা নিয়ম ,

স্ত্রী সময়ের খসে পরা অদ্ভুত নিয়ম 

সোসাইটি একলা হাততালি দেয় 

নিজস্ব সভ্যতায় 

আনুগত্য দাসের মতো সময় নির্দেশ করে বারংবার। 

.

ভালোবাসা গণিত নয় 

ভালোবাসা নিয়ম নয় 

সময়ের বরফের উপর আগে ছিল একটা হ্রদ 

এখন সেই হ্রদের বরফের স্কি করে শুধু এপাশ ওপাশ মাঝ রাতে ,

বরফের তলায় জীবন্ত মাছগুলো 

একলা জাগিয়ে রাখে সারা রাত। 

.

স্ত্রী আছে? স্ত্রী নেই?

 স্ত্রী কাকে বলে?

হয়তো পুরুষকেন্দ্রিক এই শব্দটায় নারীবাদ নেই 

স্ত্রী আসলে এই সভ্যতার কাছে একটা নিয়মিত রমন 

গ্রিক স্ক্যাল্পচারের সেই সঙ্গম যা সকলে দেখে 

কিন্তু শিল্পীর সেই হাত চুমু খায় শিল্পীর প্রেমিকা গভীর সুখে। 

বিমর্ষ হলুদ হয়ে ঝরে যায় 

রঙ মেলে কি মেলে না কে জানে

স্ত্রী হলো এক ধরণের রংমিলান্তি খেলা ,আশ্চর্য রমন 

তৃপ্তি সভ্যতার মুখে সাদা ভাত আর সন্তানের মুখ। 

হৃদয়কে ম্যারিনেট করে ডিপ ফ্রীজে একধরণের সামাজিক আশ্রয় 

তার বাইরে স্ত্রী শব্দটা বড্ড বেশি কাঙাল 

আসলে সম্পর্কের নিয়মে আমরা সকলেই অসহায়। 

.

পুনশ্চ :

নিয়মিত জীবন 

জীবনের বাইরে আকাশ দেখাটা পরকীয়া 

ধরো আমি কবি নই ,একলা প্রেমিক। 

তারপর একটা মৃতের বাসি গন্ধ বায়ুতে ছড়িয়ে দূষিত করে সময় 

আর বাকিটা 

গন্তব্য। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...