Monday, August 2, 2021

ডার্কস্পট

ডার্কস্পট
..ঋষি 
রিজেক্টেট ডার্কস্পট
ক্রমবিবরর্তিত চিন্তাগুলো ক্রমশ ঘুরছে বর্তমান থেকে ফাঁকা পার্সে 
তারা সকলে ইভনিং শোয়ের পরে ডার্কস্পট
ক্রমশ সেল্ফিতে চিনতে পারছি বহুকোষী নিজেকে।
.
ল অফ অর্ডার 
গোলাপি তৃপ্তিতে একলা দাঁড়িয়ে আমি আদিম পুরুষ 
এক আটপৌরে বচপন
সাদা পায়রার গুঁড়োগুলো শুধুই বাকুম বাকুম, 
না বদলানো শ্যামাসংগীত একরোখা হৃদয়ে বলি খুঁজছে 
আহুতি, জয় মা কালী। 
.
ল অফ নেচার 
চুরি যাওয়া আঁচিল তোমার জিভের নোনতা গন্ধ 
গুপ্তকায়দায় খুন করছি নিজেকে রোজ গ্লিসারিন ঢেকে,
হাসছে সভ্যতা 
তোমার ব্রেসিয়ারের স্ট্রাপে দাঁত আঁকড়ে জীবন খুঁজছি 
শরীর না, 
উঁচু পাহাড়ের ওপারে হাতছানি দিচ্ছে ডার্কস্পট।
জীবন বলছে 
ক্লোজ দ্যা ডায়েরি,
নোবডি দেয়ার ফর ইউ
ইটস আ টাইম, ম্যাচিওর ইউর গোলস। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...