Thursday, August 26, 2021

তোমাকে তোমার মতো

 


তোমাকে তোমার মতো 

... ঋষি 


তোমাকে তোমার মতো করে ভালোবেসেছে যে 

তোমার প্রতিটা কথা যে শুনতে চেয়েছে ,জানতে চেয়েছে তোমায়

তাকে সোঁপে দেও  ভারতবর্ষ। 

সাঁওতালপরগনার সেই হাফিজা বিবি যার কোনো নাগর নেই 

অথচ বাড়িতে আছে ছটা বাচ্চা 

তার হাতে সোঁপে দেও ভারতবর্ষ।  

.

শুধু অনেক যন্ত্রনা কাঁদে একলা মায়ের বুকে শুয়ে  

শুধু অনেক মায়েরা কাঁদে ফাঁকা হাঁড়ি আর সমাজের গন্ধ বুকে 

তাদের বলা দরকার শুধু কান্নায় ভারতবর্ষ বড় হবে না 

শুধু কবিরাজের ওষুধে এই রোগের চিকিৎসা হবে না 

কান্না দিয়ে নদী হতে পারে 

কিন্তু নদী মানে যে গঙ্গা নয়। 

.

কান্না দিয়ে আসলে কিছু হয় না 

কেঁদেছিলাম তাইতো আজ ভারত আর পাকিস্তান 

কেঁদেছিলাম তাইতো আজ ভগবান আর আল্লাহ 

কেঁদেছিলাম তাইতো আজ উর্দু আজ বাংলা 

শুধু কেঁদেছিলাম 

কিন্তু শুধু কেঁদে আমরা বুঝি নি 

কোনটা চেতনা

কোনটা মুক্তিযুদ্ধ

কোনটা ধর্ম

কোনটা আন্দোলন 

কোনটা গুজব

আজকাল কাঁদতে কাঁদতে আমরা ভুলে চলেছি রোজকাল বাঁচা 

সম্পর্ক আর সময়। 

.

তবুও বলা তোমাকে তোমার মতো যে ভালোবেসেছে 

সে হলো তোমার দেশ 

তোমাকে বদলায় নি সে 

তুমি বদলেছো তাকে বিকৃত মানসিকতায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...