Wednesday, August 25, 2021

ঈশ্বর ও অবলুপ্তি

 


ঈশ্বর ও অবলুপ্তি 

... ঋষি 

অনেকটা ইংরেজি আলফাবেট  এল এর মতো আমরা 


সম্পূর্ণ নগ্ন দুটো শরীর ডেসিমেল গুনছে ,


কিছুক্ষন আগে হয়ে যাওয়া ঝড়ে উড়ে গেছে আমাদের ঠিকানা আর ঈশ্বর


আমরা নির্বাক 


আমরা বুভুক্ষু 


দুটোর শরীর চোখ দিয়ে স্নেহ মাখতে চায়। 


.


শরীর যে এখানে পর্বত আরোহী 


পাশে পরে থাকা তোমার অন্তর্বাসে গতজন্মের স্নেহ ছুঁয়ে আছে ,


বৃষ্টির সাথে শরীরের সম্পর্ক বড় মায়াময় 


শরীর ভেজে 


শরীরে শরীর ভেজে 


এ যে ঈশ্বরের তর্ক করা সমাজ। 


.


কতটা সময় তোমার তোমার তর্জনী বেয়ে 


বৃষ্টির জল 


দুর্দান্ত আবেগ ক্রমাগত সিন্ধুঘোটকের মতো বুকে শুয়ে আছে 


এক সভ্যতার  নগ্ন রোমের দুই মূর্তি।


ঘাড় ,চোখ ,নাক সমস্ত মুহূর্ত সাক্ষী রাখছে সময়ের প্রতিজ্ঞা 


আমরা ক্ষয়ে গিয়ে  হয়তো মিশে যেতে পারি 


আমরা পায়ে পায়ে গায়ে গায়ে প্যাঁচ দেওয়া শরীর বেয়ে নেমে যেতে পারি 


ঈশ্বরের মন্দির সেখানে 


সেখানে শুয়ে অবলুপ্তি 


আসলে নগ্নতা অনেকটা মৃত্যুর মতো 


অনেকটা বৃষ্টির জলে ভেজার মতো একটা আবেগ 


নিজের মানুষ যখন শরীর ছাড়িয়ে তোমাকে ছুঁতে চায় 


তখন নগ্নতা ঈশ্বর আর অবলুপ্তি।  


 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...