একলা রং
ঋষি
.
অসুখ
.
দুখঃগুলো পায়ে হেঁটে উঠতে চায় সুখের দালানে
দুদণ্ড হেলান দিয়ে বসে ,গল্প করতে চায় সুখের সাথে
তবুও কেন যে দুঃখগুলো সুখী হতে চায় না ,
মানিয়ে গুছিয়ে ছিয়াত্তরের কবিতায় শহর লিখতে চায় না।
না খেতে পাওয়া ভুখা মানুষের
ভেঙে যাওয়া গভীর আয়নার মতো বলতে চায় সুখ কে
দিন তো শেষ হলো
ঠোঁটে রক্ত নিয়ে আসতে হবে আমার ঘরে।
.
অন্ধকার
.
সময়ের ভেতরে অন্ধকার ,তার ভিতরে অনুজ্বল ঘড়ি কাঁটা
আলোগুলো নিভিয়ে দাও
রাতের চুলে পাক ধরলেও ঘুম আসে না, ঘড়ির শব্দ
বুলেট হয়ে তাড়া করে
সারারাত।
.
মেমোরী
.
বন্ধ দরজার কপাট ছুরির মতো এসে বিঁধছে
খাতার পিছনের পাতায় প্রিয় যন্ত্রনাদের ছবিঘরে
পুরনো ছবির ফোল্ডার, আলোর পথের যাত্রী
কপি রাইট ভিন ফেসবুক মেমোরী
আলোগুলো, নিভিয়ে গেছে ।
.
একলা রং
.
একলা রঙের সন্ধের বুকে ফুটে ওঠা এক কাপ মাটির ভাঁড়ে চা
চেনা দোকান? কথোপকথন?
গৃহদের ছায়ায় শিশিরের মতো জমে থাকা বিস্মরণ?
বিষাদ ছাড়া কতদিন কিছু দেখিনি তথাগত…
একটা বিকেল দিতে পারো
যে বিকেলে মানুষ শুধু ভালবাসবে। কারণ খুঁজবে না ।
.
পথ চলা
.
সূর্যাস্তের মতো বিষণ্ণ এক গিটারের সুর ছুটোছুটি করে আমার ভিতরের ঘরে
ভেতর দিয়ে পথ খোঁজে এক নিখুঁত নিশানার ভাবনা ,চলন্তিকা
সে কোথায় পৌঁছতে চায় কে জানে…
প্রেম থেকে অপ্রেমে?
দৃশ্য থেকে দর্শনে ?
শব্দ থেকে নীরবতায়?
বিক্ষোভ থেকে ক্ষমায়?
কিন্তু… তারপর?
পথের শেষে কী থাকে?
.
No comments:
Post a Comment