প্রাক্তন
... ঋষি
অনবদ্য প্রাক্তন হতে পারি নি
পারি নি হতে বিলিতি সেন্টের মতো গন্ধ বিভোর
আসলে প্রাক্তন শব্দটা নিজের কাছেই একটা প্রশ্ন
প্রাক্তন শুব্দটা নিজের আয়নায় ভাবনাবহুল
অনেকটা জলছবি
অনেকটা আগুন লাগা বুকে অপরাহ্নের আলো।
.
আলো ফোটে আমার শহরে রোজ
কেউ আজও দাঁড়িয়ে থাকে গঙ্গার ধারে সেই চেনা বিকেলের চয়েরদোকানে,
আসলে অপেক্ষা ফুরিয়ে গেলে মানুষগুলো একা
আসলে একলা থাকাটা নিজের কাছেই একটা আবিষ্কার
আর সেই আবিষ্কারে সাথে থাকে
সুরোজকা সাতমা ঘোড়া
কিংবা
বিবর্তন।
.
অনবদ্য প্রাক্তন হতে পারি নি
আমার বোতাম খোলা বারান্দায় আজকাল একলা দাঁড়ানো সেই মেয়েটা
সেই হাসিটুকু কুঁড়িয়ে আমি একা হয়ে যাই
হঠাৎ পথচলতি সেই ব্যস্ত ফুটপাথে আমি দেখি তাকে।
আসলে বদলানো দিনের কাছে আমরা সকলেই কমবেশি ভিখিরি
আসলে একলা থাকার কাছে সকলেই সময়ের কাঙাল
আর প্রাক্তন না কোনো শব্দ নয়
একটা আবিষ্কার ,
ফোনের ওপারে আর কেউ থাকে না আজকাল
একটা নিস্তব্ধ অপেক্ষা শেষের খাতায়
বড় বড় হরফে লেখা প্রাক্তন।
.
সুতরাং ফিরে আসা কবিতার খাতায়
প্রাক্তন একটা ফুরিয়ে যাওয়া বিকেলের নাম কিংবা রাত্রের।
No comments:
Post a Comment