অনবদ্য বৃষ্টি
... ঋষি
অনবদ্য শব্দটা অনন্ত
অলৌকিক হাসি হেসে যতটা গোপনীয়তা তুমি ছুঁয়ে গেছো
সেই স্পর্শ ছুঁয়ে আমি বুঝতে পারি
আমার সমস্ত উপন্যাসের পাতাগুলো এতদিন শুধু জ্যালজ্যালে প্রেম ,
একটা কংক্রিটের দেওয়াল
বোতামখোলা বিষন্নতা আর আংশিক চাহুনি।
.
অনবদ্য ঘরে ফেরার আগে এসো
এইখানে এসো,
এখানেই ছড়িয়ে আছে আমাদের সত্তার একটা শহর ,সময় ,মুহূর্ত
মেঘের ছায়ায় একটা গোপন মেঘলা দিনে
এসো আমরা বৃষ্টি লিখি।
.
এই যে চারিদিকে এত ভাঙ্গাচোরা মুহূর্ত
ভেঙ্গেচুরে যাওয়া শহর , রাস্তা ঘাট , মন ভেঙ্গে যাওয়া স্বপ্ন
হারিয়ে যাওয়া অনুভূতি
এসবের থেকে এবার আমাদের মুক্ত হতে হবে।
বলেছিলাম তোমায় চলন্তিকা অনবদ্য শব্দটা অনন্ত
স্তব্ধতা আর নীরবতা ভেঙ্গে বৃষ্টি এসেছে এই শহরে
তোমার চুল স্পর্শ করে ভেতরের বৃষ্টিতে ভিজতে চাই আজ ,
যে ধর্মগ্রন্থে হাত রেখে চোখ বন্ধ করে
আমি অনুভব করছি
চারিদিক এখন ভিজে যাচ্ছে
ভিজতে দাও।
জানালার দিকে ওভাবে তাকিও না
ভিজতে দাও ওদের নিজের মতন করে
এসো আমরাও অন্তর্বর্তী বৃষ্টিতে ভিজি তুমুল
এই সময় হোক কবিতাময়
অনবদ্য বৃষ্টিতে।
No comments:
Post a Comment