Thursday, August 19, 2021

sedin at likhbo na kobita

 


সেদিন লিখবো না কবিতা 

... ঋষি 


সব ঠিকঠাক হবে ,তুমি ভেবো না চলন্তিকা 

নর্মদা আবার ঝাঁপিয়ে পড়বে কোনো প্রতিবাদে 

দুরন্ত উৎসবের মেজাজে আমার শহর আবার ফিরে আসবে 

চোখ খুললে দেখবে শৈশবের হাসি ,

গ্রামে গ্রামে তখন সবুজ তোলার ভিড় 

সবুজ চোখে নারীরা হাসবে ,হাসবে তাদের গভীরে আগামী পৃথিবী। 

.

চলন্তিকা তুমি মোটেও ভেবো না আর 

আকাশ আবার দিগন্ত ছুঁয়ে মাটির গন্ধ নেবে

অমলকান্তি ঠিক রোদ্দুর হতে পারবে 

রবিঠাকুরকে প্রণাম করতে শুধু মাত্র স্মরণ করতে হবে না 

পঁচিশে-বাইশ

পুরো বারোমাস এই শহরে হবে রবিঠাকুরের গান। 

.

বিশ্বাস করো সব ঠিক হবে চলন্তিকা 

এক কাপ চায়ে আবার  তুফান উঠবে কফিহাউসের সেই স্বপ্নের চোখে 

কৃষ্ণচুড়া খুনসুটি করে লুটিয়ে পড়বে অমল বলে সেই মেয়েটার বুকে 

স্বপ্নরা আঙ্গুল ছুঁয়ে দেবে এই শহরের ঘাসে ,

কলেজের পথে চোখাচোখি হবে,

একলা রেলিং ধরে অপেক্ষা করবে কোনো প্রেমিক। 

.

সব ঠিকঠাক হবে চলন্তিকা ,আগের মতো 

পার্লামেন্টে, বিধানসভায়,কথা কাটাকাটি তর্ক বন্ধ হবে 

বন্ধ হবে দেশ নিয়ে কেনা বেচা খেলা 

মানুষ আবার হাসবে। 

নিঝুম রাস্তায় একলা দাঁড়ানো ঘুম না আসা চোখে 

অপেক্ষা করবে না ,ঘুমোবে জড়িয়ে। 

.

সব ঠিকঠাক হবে ,তুমি ভেবো না চলন্তিকা 

সব ঠিক হলে চিঠি লিখবো আমি তোমার ঠিকানায় 

পথের বাঁকে খুঁজে নেবো মনের ঘর 

একুশে উনিশে বাংলা ভাষা নয় বাংলা তখন স্বর্গ 

কোনো  কথা কানাকানি নয় ,নয় মুখ চাপা হাসি 

বরং আনন্দে গাইবো " আমার সোনার বাংলা "। 

.

সব ঠিক হলে জেনো আমি তোমায় নিয়ে বেরিয়ে পড়বো

লালনের গানে, মনের গানে ,জীবনের বানে 

বাকি জীবনটা বিশ্বাস করো আমি কাটিয়ে দেব তোমার সাথে 

একলা আকাশে নিঃস্ব হয়ে ,

সেদিন আর লিখবো না কবিতা 

সেদিন আর লিখবো না কবিতা। 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...