Thursday, August 26, 2021

কয়েকটি বুলেট

 


কয়েকটি  বুলেট 

... ঋষি 


১ )

কবিতা লিখে

উঠে দঁড়াতে চায় কবি রাষ্ট্রের মুখে থাপ্পর মেরে 

আর আকাশ দেখে কবি ভাবে 

ভালোবাসা এত বড়।  

.

২)

পৃথিবীর সবচেয়ে বিশ্বাসী মিথ্যের নাম ঈশ্বর 

আপনি যদি বুঝতে চান 

একবার ঘুরে আসুন দাঙ্গার সেই দিনগুলোতে 

ভারতবর্ষ তখন মিথ্যা ঈশ্বরের দেশ। 

.

৩)

কবি, এ্যাম্বুলেন্স আর সময় 

তিনখানি পাশাপাশি রাখলে হাসপাতালে মর্গে একটা মৃতদেহ উঠে  দাঁড়ায় 

বলে বাঁচতে চাই ,হাসতে চাই 

আমার একটা দেশ দরকার বুলেটপ্রুফ। 

.

৪)

আমাদের সকলের মাথা আছে 

কিন্তু শান্তি নেই ,দেশ নেই, মাটি নেই

শুধু বর্ণমালা দিয়ে দেশ তৈরী হয় না 

দেশ লিখতেও সাধারণ মানুষের রক্ত লাগে। 

.

৫)

আমাদের চোখে ঘৃনা

ভালোবাসা শব্দটা তাই যখন তখন পঞ্চায়েত বিধানে মাথা ন্যাড়া করে 

ভালোবাসার মাথা কাটা যায়  

সারা দেশ জুড়ে বাড়তে থাকে বস্তি আর অর্ধউলঙ্গ মানুষ। 

.

৬))

কবিতা লিখে কিছু হয় না জানি 

শুধু বুকের বারুদগুলো সীসের টুকরোয় ভরে ফায়ার 

সামনে দাঁড়িয়ে মিথ্যে 

আর মিথ্যে মানুষের তৈরী একটা দেশের নাম।   


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...