Tuesday, August 3, 2021

পরম্পরা

 


পরম্পরা 

.... ঋষি 

.

কেউ হেঁটে যাবে তোমার হাত ধরে 

কেউ হঠাৎ অন্যমনস্কতায় এই শহরে খুঁজবে তোমাকে 

চিরকালের গল্প এটা। 

ক্লোরোফিলে লেগে আছে এই শহরের দূষণ 

সবুজ গড়িয়ে নিশ্বাস ছাড়া বাঁচার নামা ভালোবাসা

অবিশ্বাসের নাম বেঁচে থাকা ।

.

পাখি ডাকবে ,

একের পর এক বাঁধ ভাঙবে ,গ্রাম ভেঙে শহর 

সবুজ ফুরোবে 

তুমি শুনতে পাবে না তোমার প্রিয় পাখির কলরব হঠাৎ একদিন 

জানি বেঁচে থাকবে সেদিনও 

এই পৃথিবীতে নিয়মমাফিক অনিয়মে। 

.

কেউ বেঁচে থাকবে সেদিনও তোমার পাশে 

তুমি আকাশের বুকে মাথা দিয়ে খুঁজে নেমে গভীর পরশ 

অথচ রাতের বালিশে তখন তোমার সিঁদুর। 

কেউ কানে কানে বলবে তোমার 

চলন্তিকা আর পারছি না ,আর না....... ,পারছি না বাঁচতে। 

জানি কিছু বদলাবে না 

জানি কিছু বদলায় না 

শুধু তোমার চুলের  রেলিং বেয়ে আমি থেকে যাবো 

শুধু তোমার শাড়ির আঁচলে আমি বায়বীয় 

আর তো কিছু নেই ,

সময়ের আর সময়ের অধিকার 

বাকিটুকু পরম্পরা।  


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...