লোহার দরজা
... ঋষি
.
এই মহানগরে শুয়ে আছে হাজারো গল্প
আর গল্পের গরু ,
শালিখের ঘরে ,শহরের দরে ভিটেমাটিহীন এক আজব দাম্পত্য ,
ক্রমশ ক্লোজসার্কিটের অণুবীক্ষণিক পরীক্ষা
মানুষের মাংসের স্তরে শুয়ে আছে পারমাণবিক লোভ
আর ডিসপ্লেতে বাঁধানো দাঁত।
.
তোমাকে পড়তে হে মহানগর শুধু দারিদ্রতা দরকার
আসলে মানুষ দারিদ্রতা না থাকলে মানুষের বুকের ম্যানহোলে ঢুকে যায়
ঋতুকালীন অনিদ্রা।
তোমাকে জানতে হে মহানগর কোনো রবীন্দ্রনাথ কিংবা জীবানন্দ নয়
শুধু কষ্ট দরকার।
.
এই মহানগরে শুয়ে আছে হাজারো গল্প
গল্প মানুষের ,গল্প স্বপ্নের ,গল্প দূরে সরে থাকা রেডরোডের
কিংবা ভিক্তোরিয়ার চাঁদে কেন আজও জল নেই
তবে সত্যি প্রতিটা গল্পের ভিতর আজ পচন
প্রতিটা গল্পে আজ এঁকেবেঁকে এগিয়ে যাওয়া মাটির তলায় মেট্রো
কিংবা ট্রাম।
আসলে এই শহরের মানুষগুলো স্বপ্ন আছে
সামর্থ নয়
খিদে আছে প্রতিটা চারদেয়ালের অনবদ্য ভূমিকায় মানুষগুলোর
কিন্তু স্পর্শ নেই
এ সহজে আকাশে পাখি আছে ,আছে ধূলিকণায় স্টেইনলেসস্টিলের লোভ
কিন্তু মানুষ নেই
আকাশ নেই
বাঁচা নেই
শুধুই কতগুলো মানুষ বাঁচার মানে ভুলে
লোহার দরজা বন্ধ করছে।
No comments:
Post a Comment