Wednesday, August 18, 2021

জব চার্ণক

 



জব চার্ণক

.... ঋষি 


চলন্তিকা  কোনো মন-মরাবিকেলের  নাম নয়

ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে লক্ষরাশি বিদ্যুৎ বয়ে গেলে

পুরোনো সুতানুটি  শহরে জ্বলে ওঠে সব সাঁঝ-বাতি

তবু কি তার কাছাকাছি কেউ আসতে পারে  

স্মৃতির মফঃস্বলে মায়াবী ধুলো ওড়ে

তবুও তার কাছাকাছি কেউ নেই। 

.

যে ইমেইল এসে আটকে পরে ছিল ইনবক্সের ভিতরে 

লাল মাটির দেশে রবীন্দ্রনাথ ছুঁয়ে কাব্য 

সে কাব্য জানি কোনোদিন  হবে না আমার ,

কোনো  রঙচটাদুপুরে একলা চিলেকোঠায় আমাদের কথাগুলো 

জানি কেউ লিখবে না গীতবিতান 

শুধু মানুষের ঠোঁটে স্মৃতির গান " পুরোনো সেই দিনের কথা "

.

আসলে সত্যিটা হলো সোশ্যাল লাইফ আর কবিতার মাঝে  চরম হিপোক্রিসি

শব্দ আসলে খুব কিনতে হয় না বলে বলে মানুষের এতো ঝগড়া  

চলন্তিকা  বহুদিন আর মন দেয়না প্রসাধনে

চলন্তিকা আজ বহুদিন হাসে না স্বপ্নের রঙে 

তার মুখে কালসিটে 

তার মুখে জমে আছে অজস্র ভাবনা।

পুরোনো গোবিন্দপুর কখন যে জব চার্ণকের কল্যানে কলকাতা শহর 

কলকাতার ইতিহাসের  উপর আজ বহুদিন বরফ জমে আছে

এই বরফের উপর দিয়ে অটুট হেঁটে যেতে কে বা কারা ?

আমি শ্বাস-বন্ধ করে পড়ে আছি

 আমার লাশের ভেতর

আর একটু একটু করে চলন্তিকার  ঠোঁট ছুঁয়ে বলছি

খুব ভুল পৃথিবীতে আমরা এসে পড়েছি

আমি জব চার্ণক হতে পারবো না

কারণ শব্দ দিয়ে শহর তৈরী হয় না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...