Sunday, August 22, 2021

বিজ্ঞাপন ,চলন্তিকা আর সৃষ্টি

 বিজ্ঞাপন ,চলন্তিকা আর সৃষ্টি 

... ঋষি 

.

শেষ পাখিটার মতো উড়ে যাবো 

এই কবিতার শেষে শুয়ে থাকবে বিজ্ঞপন মোরা একটা মৃতদেহ 

হাজারো হোক সে আমাকে বাঁচতে শিখিয়েছে 

হাসতে শিখিয়েছে 

ভাবতে শিখিয়েছে ভালো থাকার জন্য বিজ্ঞাপন দরকার। 

.

আমি আকাশে পা দিয়ে উঠে দাঁড়াবো 

লাইন দিয়ে পায়ে পায়ে এগিয়ে যাবো সূর্যোস্তের পরে 

কিন্তু জীবন যে একটাই সূর্যাস্ত 

অথচ সূর্যাস্তের পর কোনো সূর্যোদয় নেই ,

নেই কোনো ভাবনা 

বিজ্ঞাপন শুধু একটা সাময়িক বেঁচে থাকার নাম। 

.

প্লাস্টিক মোরা আতংক 

রবীন্দ্রনাথ টুইস্ট করে হরেকরে কম্বা 

পুরোনো বেলবক্স ,জুলফি ,আলোকের ওই ঝর্ণা ধারা 

ঘটনা হলো রবীন্দ্রনাথ আর ফিরলেন না 

ফিরলেন না জীবনানন্দ এক কলকাতা দুঃখে ,

কিটসের কবিতার পুরোনো খাতায় পোকা লেগে গেলেও 

মানুষের সাজানো হাসিগুলো একইরকম বড্ড অহংকারী 

আর চলন্তিকা 

তোমার জন্য আমি বিজ্ঞাপন কি ,মৃত্যু নিতে পারি ,

তবে আজও মানি  পাখির একটা আকাশ  দরকার

সৃষ্টির দরকার এক কলস নদী ভাবনা 

ক্রমাগত প্রবাহিত 

আর ভাবনায় বিজ্ঞাপন হলে মৃত সৃষ্টিগুলো বড় বেদনাদায়ক।  


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...