Sunday, August 22, 2021

বিজ্ঞাপন ,চলন্তিকা আর সৃষ্টি

 বিজ্ঞাপন ,চলন্তিকা আর সৃষ্টি 

... ঋষি 

.

শেষ পাখিটার মতো উড়ে যাবো 

এই কবিতার শেষে শুয়ে থাকবে বিজ্ঞপন মোরা একটা মৃতদেহ 

হাজারো হোক সে আমাকে বাঁচতে শিখিয়েছে 

হাসতে শিখিয়েছে 

ভাবতে শিখিয়েছে ভালো থাকার জন্য বিজ্ঞাপন দরকার। 

.

আমি আকাশে পা দিয়ে উঠে দাঁড়াবো 

লাইন দিয়ে পায়ে পায়ে এগিয়ে যাবো সূর্যোস্তের পরে 

কিন্তু জীবন যে একটাই সূর্যাস্ত 

অথচ সূর্যাস্তের পর কোনো সূর্যোদয় নেই ,

নেই কোনো ভাবনা 

বিজ্ঞাপন শুধু একটা সাময়িক বেঁচে থাকার নাম। 

.

প্লাস্টিক মোরা আতংক 

রবীন্দ্রনাথ টুইস্ট করে হরেকরে কম্বা 

পুরোনো বেলবক্স ,জুলফি ,আলোকের ওই ঝর্ণা ধারা 

ঘটনা হলো রবীন্দ্রনাথ আর ফিরলেন না 

ফিরলেন না জীবনানন্দ এক কলকাতা দুঃখে ,

কিটসের কবিতার পুরোনো খাতায় পোকা লেগে গেলেও 

মানুষের সাজানো হাসিগুলো একইরকম বড্ড অহংকারী 

আর চলন্তিকা 

তোমার জন্য আমি বিজ্ঞাপন কি ,মৃত্যু নিতে পারি ,

তবে আজও মানি  পাখির একটা আকাশ  দরকার

সৃষ্টির দরকার এক কলস নদী ভাবনা 

ক্রমাগত প্রবাহিত 

আর ভাবনায় বিজ্ঞাপন হলে মৃত সৃষ্টিগুলো বড় বেদনাদায়ক।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...