Monday, August 2, 2021

জাস্ট ফর নাথিং

 


জাস্ট ফর নাথিং

,,,ঋষি 

  • We can know only that we know nothing. ...
  • .

কষ্ট হয় 

কষ্ট বুঝতে আজকাল  আসলে নিজের আয়না যথেষ্ট ,

স্নানঘরে ভিজে চলা আকুতিগুলোর রিয়ালিটি আসলে জাস্ট ফর নাথিং। 

জানি পৃথিবী বদলাবে না 

জানি কলম্বাসের পৃথিবী প্রদক্ষীন প্ৰচলিত হলেও সময়চিত নয় 

সব কথা শুধু সমুদ্রের ফেনার মতো ফুরিয়ে যায় 

ভালোবাসা শব্দটা আসলে চারদেয়ালে যতটা রঙিন 

দরজা খুললেই সরে যায়। 

.

কেন লিখছি ?

কষ্টদের কোনো ঘর কোনোদিন ছিল না 

ছিল না আশ্রয় ,

এই পৃথিবীর একটা মাহাত্ব হলো যারা বাঁচে তারা বাঁচে 

আর বাকিরা মরে। 

মৃত্যুর কোনো দেশ হয় না 

উদ্দেশ্যহীন পথচলায় পথিক হয়তো মৃত্যুর মুসাফির ,

সময়ের কবিতায়  সত্যি বলাগুলো সাহিত্যের পাতায় সেক্সপিয়ারে হ্যামলেট 

জনতার হাততালি আসলে বাঁচার সাক্ষী ,

সকলে হাততালি দিয়ে বাঁচতে চায় 

কিন্তু কজন মৃত্যু বুকে নিয়ে কষ্টের কবিতায় নিজেকে কফিনের শহরে দেখে। 

.

কষ্ট হয় 

স্পর্শগুলো বৃষ্টি ফোঁটার মতো শুধু মেঘসময় 

আর বাকিটুকু কষ্ট  হয় , নিদারুন মৃত্যুর সাক্ষী হয়ে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...