Friday, January 2, 2015

RISHI026@GMAIL.COM

প্রেমিক তুমি সাধারণ নহ
.............. ঋষি

সহস্র অছিলায় বিছানার চাঁদর  আঁকড়ে প্রেম
নাহে প্রেমিক তুমি যাযাবর ।
বৈকুন্ঠের ইন্দ্রের সভায় নৃত্যরত উর্বসীরা কামরত
না হে প্রেমিক তুমি সন্ন্যাসী ।
অন্ধকার আঁকড়ে ধরে আলোর পথে এগিয়ে যাওয়া
প্রেমিক তোমার মহান জীবন ।

প্রেমিক প্রেম পাত্রে অমৃত নহে
বিষ পান করে নীলকন্ঠ হও,তোমার সারা শরীরে কালসিটে ।
হৃদয়ে শ্মশানের ছাই,ধিকধিকে  আগুন
প্রেমিক তুমি পুড়ছো,পুড়ছে তোমার প্রেম ।
ধাতব লাল উদ্যত তলোয়ার তোমার প্রেম
স্পর্শ করো না ,স্পর্শ করো না ।
প্রেমে ভেসে যাবে তোমার আজীবনের পথ চলা
তোমার পথে টুকরো টুকরো কাঁচ ।

সহস্র গোপনে টুকরো টুকরো চোখের জল
নাহে প্রেমিক অধিকার নেই ।
ঐশ্বরিক শান্তির খোঁজে অনবরত রক্তক্ষরণ হৃদয়ের
না হে প্রেমিক তুমি জীবিত নহ।
অন্ধকার জীবনের আলোর শাখাপ্রশাখায় অসংখ্য বাস
প্রেমিক তুমি সাধারণ নহ।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...