Monday, January 26, 2015

RISHI026@GMAIL.COM

তোর ঘরে
................... ঋষি
========================================
তোর ঠোঁটদুটো কাঁপছিল
স্ক্রিনের উপর টলমল করছিল তোর চোখদুটো।
ছিটগ্রস্থ কারসার তাড়িয়ে বেড়াচ্ছিল গঙ্গা ফড়িং
সবুজ ঘাসে ,সবুজ স্বপ্নে।
ভাসছিল তোর মুখ ,তোর যৌবন ,তোর জীবন্ত ক্যনভাসে
ফোকাস আলো আঁধারি মাঝে বিবেক দংশন।

চিন্তারা উদম হয়ে খালি পায়ে ছুটছিল
গ্রাম ছাড়িয়ে শহরে ,শহর থেকে দেশে ,দেশ থেকে মানচিত্রে।
মাকড়সার জাল বেয়ে দে ছুট
আরো দূরে ,আরো দূরে কোনো নেশার পেগ ছুঁয়ে।
আমার চেতনারা পরে ছিল নোংরা নর্দমার পাশে
মুখথুবড়ে  ,একান্ত অবচেতনে নিরুদ্রবে।
কোথা থেকে কালো কুত্তা দু একবার শুঁকে পা তুলে
ছি ,,, ঘুম ভেঙ্গে যায়।
আর টি আর পি নেমে যায় নিচে
ছুরি,কাঁচি নিয়ে কে যেন ছুটে আসে
চেতনা দোটানায়।

তোর ঠোঁট দুটো এখনো কাঁপছে
আমার পড়ার টেবিলে ,সোফায় ,বারান্দায়,একলা জোত্স্নায়।
স্ক্রিনের উপর তোর টলমলে চোখ তাড়া করছে
ভাবগ্রস্থ  বেহায়া কারসার ছুটছে ফোল্ডারে ,ফোল্ডারে।
সবুজ ঘাস ,সবুজ স্বপ্নে জীবন জীবিত
আমার ল্যাপটপের পাড়ায় পাড়ায় তোর ঘরে।    

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...