Sunday, January 18, 2015

RISHI026@GMAIL.COM

ব্যস্ত আমি
............ ঋষি
============================
ব্যস্ততার কোনো পরিচয় নেই
শব্দহীন সড়কের উপরে যে দাগ লেখা।
সেখানে তোর বুকের গন্ধ পাই
ছেড়ে আসা শ্মশান থেকে সমুদ্রে।
ভাসানো ছাই
তবু তোকেই চাই।

এ জীবনে ক্যাকটাসে লাগানো ধারাপাত
মনুশাস্ত্রের পাতায় পাতায় বিভেদ।
লেগে থাকা হরপ্পা  তোর শরীর বেয়ে চুঁয়ে নামে
অজস্র স্পন্দন।
বেঁচে থাকা একমুখ আকাশের কালি
বিষাক্ত খালি
ক্যানভাসে আঁকা তোর মুখ।

ব্যস্ততার কোনো পরিচয় নেই
সকালের  সূর্য বাসি বিছানার চাদর অনন্ত শয্যায়।
সহজে বাঁচা যায় ,সহজ সমীকরণ
চাহিদা উর্ধমুখী খাতে শুধু  বিকৃতি নয়।
অন্য কিছু, সাদা ভিজে কাপড়ের আড়ালে
তোর নোনা ঠোঁট ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...