Saturday, January 3, 2015

RISHI026@GMAIL.COM


টিকটিকিরা মনের পাতায়
.......... ঋষি

ঘড়ির কাঁটায় আটকে থাকা সময়
টিকটিকিরা মনের খাতায়।
বদলে যায় ঈশ্বর শব্দের গতিবেগ
আর হৃদয় নামে ঘুমের পাতায়।
অবচেতনে শব্দের মিছিল
কাঁটা তবু সরে সরে যায়।

ওহে সময় তোমার কি জন্ম ,মৃত্যু সব মুহূর্ত
ওহে হৃদয় তোমার কি জন্ম ,মৃত্যু সব সময়।
ঘড়ির কাঁটা মাথা নাড়ে
আরো সরে ,সরে সরে যায়।
আগামীর আলো পিছনের কাঁটায় অন্ধকার হারিয়ে যায়
ফিরে আসে তবে কেন মুহূর্ত।
ঘড়ির কাঁটায়,টিক টিক ,টিক টিক
টিকটিকিরা মনের খাতায়।

ঘড়ির কাঁটায় সময়ের সমাবেশ
মনের পাতায়  হৃদয়ের ভাবাবেগ।
এগিয়ে যাওয়া  ঈশ্বর শব্দের গতিবেগ
আরো আগে ,আরো আগে।
সময় যে স্থির নয়
টিকটিকিরা মনের পাতায়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...