Thursday, January 15, 2015

RISHI026@GMAIL.COM

হারিয়ে গিয়ে
.......... ঋষি
=================================
জানি হারিয়ে গিয়ে ফিরে আসা যায় না
এক ,দু পা করে বোবা জীবন মৃত্যুর কাহিনী।
আজীবনেও শোধরানো যায় না
অদ্ভূত কিছু কঙ্কাল শুয়ে থাকে হৃদয়ের ঘরে।
অদ্ভূত কিছু প্রশ্ন তাড়া করে
কয়েক আলোকবর্ষ দূরে নিরন্তর নিরালায়
কিছু নির্জনতা বাস করে।

আমি তাদের মাঝে এক না বলা কবিতা
আমি তাদের মাঝে বিগত সেই  ছবিটা।
যার অস্তিত্ব আজ বিলীন বিবেকের ঘায়ে
আমার সাথে আজকাল মৃত্যু বাস করে।

জানি হারিয়ে গিয়ে ফিরে আসা যায় না
এক ,দু পা করে বোবা রৌদ্র অনিদ্রায় মৃত্যুগামী।
সময় হারিয়ে যায় জীবিত ভূমিকায়
অথচ অদ্ভূত হিসেব পাওয়া যায় না.
জীবন গুলিয়ে যায়
জীবনের কোলাহলে হাজারো হলাহল
কিছুতেই শান্তিতে থাকা যায় না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...