Sunday, January 4, 2015

RISHI026@GMAIL.COM

রঙিন স্পর্শে
.......... ঋষি
=======================================
তোকে যন্ত্রণা বলে আরক্ত আগুনে
এক মুঠো ফোটানো চাল
খিদে।
নিভে যাওয়া আগুনের স্পর্শে আরক্ত রং
সাজানো তোকে
স্পর্শ।
.
এ জীবনের রঙিন প্রজাপতি হাজারো স্বপ্নের আনাগোনা
জীবন চলেছে কেটে সময়ের ক্যালেন্ডারে
দিন হাতে গোনা।
সবুজ রং আমার বড় প্রিয় ছিল
প্রিয় ছিল আকাশের ক্যানভাসে ছড়ানো অজস্র নীল স্পর্শ।
.
কিন্তু চামড়ার রঙের পুরনো প্রেম
আজকাল শোনা যায় ফুটপাথে ভিক্ষা করে
খিদে  তোর সাথে।
আর জীবনে সে যে একলা চলে অন্ধকারের কালো রং
বিচ্ছিরি আমার কাছে।
.
তোকে যন্ত্রণা বলে নিভন্ত আগুনে প্রশ্রয়
কয়েক ফোঁটা  জল
নোনা।
নিভে যাওয়া জ্বলতে থাকা হৃদয়ের আগুনে
আমার তোকে
প্রশ্রয়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...