Sunday, January 4, 2015

RISHI026@GMAIL.COM

রঙিন স্পর্শে
.......... ঋষি
=======================================
তোকে যন্ত্রণা বলে আরক্ত আগুনে
এক মুঠো ফোটানো চাল
খিদে।
নিভে যাওয়া আগুনের স্পর্শে আরক্ত রং
সাজানো তোকে
স্পর্শ।
.
এ জীবনের রঙিন প্রজাপতি হাজারো স্বপ্নের আনাগোনা
জীবন চলেছে কেটে সময়ের ক্যালেন্ডারে
দিন হাতে গোনা।
সবুজ রং আমার বড় প্রিয় ছিল
প্রিয় ছিল আকাশের ক্যানভাসে ছড়ানো অজস্র নীল স্পর্শ।
.
কিন্তু চামড়ার রঙের পুরনো প্রেম
আজকাল শোনা যায় ফুটপাথে ভিক্ষা করে
খিদে  তোর সাথে।
আর জীবনে সে যে একলা চলে অন্ধকারের কালো রং
বিচ্ছিরি আমার কাছে।
.
তোকে যন্ত্রণা বলে নিভন্ত আগুনে প্রশ্রয়
কয়েক ফোঁটা  জল
নোনা।
নিভে যাওয়া জ্বলতে থাকা হৃদয়ের আগুনে
আমার তোকে
প্রশ্রয়।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...