Sunday, January 4, 2015

RISHI026@GMAIL.COM

এই মেয়ে শুনছিস
.............ঋষি
===============================
ঠিক এতটুকুতে তোকে পাওয়া যাবে না
এই মেয়ে শুনছিস।
তোকে কি এমন করে ছোঁয়া যাবে
কখনো না।
এই মেয়ে শুনছিস
জীবন শুধু জড়িয়ে যাবে গভীর যাতনায়।

তোর পোর খাওয়া শরীরের রক্তে কালসিটে
পোড়া দাগ।
জীবনে তাকে  বোঝা যাবে
অথচ ছোঁয়া যাবে না।
হায় জীবন মেয়ে এ কেমন তোর রুপোলি আগুন
তোর মুক্তি এক আকাশ স্বপ্নে।
শরীরে ঘামের গন্ধে ,তোর যোনিতে পদ্মের ছোপ
কাল কেউটের বিষাক্ত বিষে,
শরীরের রং হারিয়ে যাবে অন্য কোথাও।

এই মেয়ে শুনছিস
ঠিক এতটুকুতে তোকে পাওয়া যাবে না।
তোকে কি এমন ছোঁয়া যাবে
ছোঁয়া যাবে।
অথচ গভীরে স্পর্শ না
এই মেয়ে তুই হৃদয় আসলে শরীর না। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...