Saturday, January 3, 2015

RISHI026@GMAIL.COM

ব্যাকুল তৃষ্ণা
........... ঋষি

মিথ্যা বলি নি হে ভালোবাসা
আমার জন্য তোমার সময় নেই আমি জানি।
জানি জীবিত ,মৃত পৃথিবীর ক্যানভাসে
অজস্র স্পন্দন।
আসলে বেঁচে ফেরা
আমাদের একে অপরের জন্য সময় কই।

তুমি দূরত্বের কবিতায় আমাকে লিখেছো কিলোমিটারে
কিন্তু তোমার আমি মাপতে পারি নি।
আরো আলো আসুক তোমার তুমিতে
আরো মসৃন হোক তোমার  জীবিত প্রবাহ।
হই না আমি শুকিয়ে যাওয়া নদী
তুমি হও সেই নদীর তৃষ্ণা।
আশায় আশায় দিন কাটুক আবার বৃষ্টি এ বুকে
তুমি আসবে চাতকের ব্যাকুল তৃষ্ণা ।


মিথ্যা বলি নি হে ভালবাসা
আমাকে ভাবার জন্য তোমার স্পর্শে আগুন জ্বলে।
জানি জীবিত আগুনে নিতান্ত পোড়া ছাই আমি
নিতান্ত অপ্রয়োজনীয় আগুনের স্পর্শ।
পুড়ে যায় ,পুড়ে যায় এ বুকে
আমাদের একে অপরের জন্য হৃদয় কই। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...