Friday, January 2, 2015

RISHI026@GMAIL.COM

শবঘর
................. ঋষি
====================================
জানলার পাশে সেই ঘরটায়
যেখানে স্পন্দনে বিষাক্ত বিষ মৃত শরীরে।
অজস্র টুকরো টুকরো কাঁচ সারা ঘরে
ঘরময় আমার আয়নায়।
আমি প্রেম
তুচ্ছ এই জীবনের আঙ্গিনায়।

নেহাত বিরক্তি লাগে সবুজের ঘ্রাণে
জীবন এখানে কাটানো সময় আয়নার কলমে।
নিবিড় নিভৃতে অজস্র স্পন্দনের খোলকরতাল
অজস্র বিষাক্ত ছোবল নীল শরীর।
শুধু বিষ ,শুধু আগুনের লাভ লালচোখ খোঁজে
মদির কাম তোর শরীরে।
তোর খোলা বুকে ,নিগ্রানো কবিতার বিষ
সাদা পাতায় নেমে আসে রক্তক্ষরণে।

জানলার পাশে সেই ঘরটা
অজস্র শরীরের ভিড়ে হারানো হৃদয়।
অজস্র টুকরো টুকরো স্নেহ্কনা জন্ম
জন্ম এখানে মৃত্যুতে সামিল সাজানো শরীর।
আর মৃত প্রেম আমি
শুয়ে হাজার শরীরের ভাঁজে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...