Friday, January 16, 2015

RISHI026@GMAIL.COM

প্রেম দোলনায়
............... ঋষি
=====================================
ফিস ফিস অনিদ্রায় চোখের  পাতায়
প্রেম আছিস।
বাসি বিছানার চাদরে প্রেমের রজনীগন্ধা শুকিয়ে যায়
প্রেম আছিস।
ভাবনার মোড়কে লুকিয়ে জ্যালজ্যালে মাকড়সার জাল
প্রেম আছিস।

তোর ঠোঁট ছুঁয়ে ,তোর বুকের পলিতে চোরাবালি
প্রেম কোথায়।
সকালের বোতাম খোলা বোবা যন্ত্রণার পাতায়
প্রেম কোথায়।
দৈনন্দিন অলিগলি ঘুরে জীবনের মোড়ে মোড়ে
প্রেম কোথায়।

হাতের শুকিয়ে যাওয়া চুড়ির রঙে অবচেতনে
প্রেম আছিস।
জীবনের পঙ্কিল চাওয়া পাওয়ার ভাবনায়
প্রেম আছিস।
হৃদয়ের নিস্বার্থ অভিন্দন অনুভূতির ঘরে নিশ্চয়
প্রেম আছিস। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...