Thursday, January 15, 2015

RISHI026@GMAIL.COM

উদ্দাম কল্পনায়
............... ঋষি
==============================
আমাকে পাগল করে
দুহাত ছড়িয়ে  আকাশের ঠিকানায় চিঠি।
শব্দের ছলে আঁকড়ে থাকা স্মৃতির মুহূর্ত
হৃদয়ের কেবিনে।
এক কাপ চা তোমার সাথে আমার ঠিকানায়
আজ ঝড় বৃষ্টি।

হৃদয় বোধহয় এমনি হয় খেলার ছলে
ডাস্টবিনে জমা বিরহের মতো।
হৃদয় বোধহয় এমনি হয় মৃত্যুর ছলে
ঢিমে তালে সারেঙ্গীর মতো।
শ্রুতি মধুর প্রসব যন্ত্রণা ,অজস্র চিত্কার
ফিসফিসে ভাষা।
মিনমিনে ভাষা
নিত্য অনিত্যের পথে হৃদয় যন্ত্রণার।

আমাকে পাগল করে জমা ঝড় ,বৃষ্টি
সৃষ্টি এখানে দৃষ্টির মত অব্যক্ত।
মৃত্যুর  মত নিংড়ানো কিছু  তুমি
হৃদয় দরবারে।
আজ পুরনো গিটার চেনা সুর ,অচেনা মোড়কে
আঁকড়ে বাঁচা জীবন।
 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...