Friday, January 2, 2015

RISHI026@GMAIL.COM

শেষবার
............... ঋষি

শেষবার ,শেষবার
তোর কপালে আমার চুমু এই জীবনে।
সরে যাওয়া সময়ের ক্যালেন্ডারে
বিদায়ী মুহূর্তরা দৈনন্দিন রক্তক্ষরণ।
গভীরে আরো গভীরে কোথাও
শীতল ধারা মৃত্যু তোমার নাম।

নিছক পালিয়ে যাওয়া বলতে পারো
শীতের সন্ধ্যেই ডায়রিতে হাজারো হরফে তোমার নাম।
সরতে থাকা ফুটপাথ ,ল্যাম্পপোস্ট
সরতে থাকা সময়ের ,বিচ্ছিরি হাসি।
হাতছানি জীবন আগামীর সূর্য
বিচ্ছিরি সব।
খানিকটা পিছিয়ে গিয়ে দেওয়ালের পিঠে লেখা
অজস্র চাবুকের চুমু।

শেষবার ,শেষবার
তোর চেতনার ভিড়ে সেই শব্দগুলো আমার ঠোঁটে।
তোকে পাওয়া,না পাওয়ার সময়ের মিশ্রনে
অদ্ভূত আলোড়ন হৃদয় জুড়ে।
তবু তোকে বলতে চাই সময় আমি দাঁড়িয়ে একাকী
তোকে ভালোবেসে আরো কাছে চাই। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...