Tuesday, January 13, 2015

rishi026@gmail.com

সিঁড়ির ধাপ
............... ঋষি
==============================
সিঁড়িগুলো দাঁড়িয়ে আছে
এক ,দুই ,তিন ,চার ,অবিরত ,অনবরত।
জানলার বাইরে বিলীন পৃথিবীতে
সিঁড়িদের অন্তর্বাস।
জীবন বাইরে হাসতে থাকে
সিঁড়ির শেষ ধাপে লুকোনো কামনায়।

সিঁড়ির শেষ ধাপ
হয়তোবা মৃত্যু ,হয়তবা বেঁচে ফেরা।
রঙিন ম্যাগাজিনের রঙিন দক্ষতা
টাইমপাস।
হাসছে জীবন টাইমপাস
এপাশ ,ওপাশ ,ধপাস।
সিঁড়ির শেষ ধাপে ,জীবন আছড়ে পড়ে
আবার শুরু চড়াই উতরাই,
বেঁচে থাকার হানা বাড়ি।

সিঁড়িগুলো দাঁড়িয়ে আছে
এক ,দুই ,তিন ,চার অত্যন্ত লজ্জাহীন চাহুনি।
নেমে যায় শরীরের বিবর্ণ চোখে
অজস্র রক্তক্ষরণ ,পিচ্ছিল সিঁড়ির ধাপ।
জীবন সিঁড়িতে দাঁড়িয়ে থাকে
আরো ওপরে যাওয়ার কামনায়।   

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...