Wednesday, January 7, 2015

rishi026@gmail.com

অনন্ত স্পর্শে
......................... ঋষি
==============================
নিজেকে নিঃস্ব করে দেওয়ার প্রবণতায়
উদ্যত ছুড়ি বুক ছিঁড়ে দেয়।
আর তখনি দৈববাণী
জীবন সুন্দর ,সৌন্দর্য্যের নাম।
জীবন থেকে প্রতুত্তরে জীবন সরতে থাকে
হৃদয় সমীকরণে হিসেবে হৃদয়ের দাম।

আরেকবার হৃদয় মিশিয়ে দেখি
সরে যায় সময় বিবেকের ঘায়ে পিছনে প্রদত্ত আগুনে ঘি।
দাউ দাউ জ্বলতে থাকে হৃদয়
পুড়তে থাকে খুব গভীরে কোথাও নিজের আমিতে।
 আর আমি হাসতে থাকি
পাগলের মত গড়িয়ে পড়তে থাকি নোনা জল ,নোনা শব্দ।
অবিশ্রান্ত ,অবিরাম ঝরে পরে
ঠিক বৃষ্টির মত
জানলার সার্সি ভিজে যায় ,কিন্তু আমি ভিজি না।

নিজেকে আরক্ত করার প্রবণতায়
অনেকটা নামিয়ে ফেলি নিচে।
সিঁড়ি ভাঙ্গার জীবনের ক্ষুদ্র সিঁড়ির ঘরে
নিজেকে আটকে রাখি।
আসলে আমরা কেউ নিজেকে উজার করতে পারি না
পারি না বাঁচতে খোলা আকাশে।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...