Thursday, January 15, 2015

RISHI026@GMAIL.COM

সেই মেয়েটাকে
.............. ঋষি
==========================================
ভালোবাসি সেই মেয়েটাকে
যার বুকের মাংসের পিছনে লুকোনো দিগন্ত আকাশ।
সেই আকাশে আমি একলা পাখি
একমুঠো  জীবন খোলা হাওয়া।
উড়ে যাওয়া ,উড়ে যাওয়া
কোনো বাউলে স্পর্শের আদলে জীবন।

ভালোবাসি সেই মেয়েটাকে
যাকে  মেঘের ঘর থেকে চুরি করে।
যার  ঠোঁটের পাতায় তৃষ্ণা
অন্তরদহনের  মুহুর্তে আগত পদশব্দে।
সাজানো শহর ,সাজানো সমাজ ,সাজানো বেঁচে থাকা
এ সব পিছনে ফেলে একান্ত নিঃস্ব প্রেমে
যার  ভিজে ঠোঁটে চুমু খাওয়া।

ভালোবাসি সেই মেয়েটাকে
যাকে জীবিত বুকে অলিন্দের বোঝাপড়ায় আনত দৃষ্টি।
শীতল স্পর্শে ঝরে পরে ভালোথাকা
একমুঠো বেঁচে থাকা।
ঝিরি ,ঝিরি বৃষ্টি চোখের পাতা
সেই মেয়েটাকে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...