Sunday, January 25, 2015

RISHI026@GMAIL.COM

অপবাদ
........... ঋষি
========================================
এ অপবাদ তোমার সাজে না প্রেম
আমি নিঃস্ব বুকে তুলে আনি সাগরের মনিমুক্ত।
আর তুমি  লিংক চাও  ইন্টারনেটের
এমন একটি ঝিনুক খুজে পেলাম না সন্ধ্যার গানটির।
আমি জীবিত অপেক্ষায় মৃত সারিতে খুঁজি তোমার
আর তুমি খোঁজ একলা আমাকে তোমার অভিসারে।

আমাকে তুচ্ছ করে পাড়িয়ে যেতে পারো
আমাকে মৃত কবিতায় লিখে দিতে পারো।
কিন্তু হাজারো ঘষলে উঠবে আমার অধিকার
তোমার খোলা বুকে।
কিন্তু হাজারো খুঁজে পাবে মুক্ত
সমুদ্র মাঝে।
কারণ প্রেম তুমি জানো তুমি সাগরের উত্তাল ঢেউ
আছড়ে পরো বুকে।
আমাকে কাঁদাও ,আমাকে হাসাও
আমার গভীরে ,আরো গভীরে তোমার উদার বুকে।

এ অপবাদ তোমার সাজে না প্রেম
হতে পারি আমি অহংকারী ,হঠকারী তোমার চোখে।
হতে পারি আমি সাজানো বুদবুদ সাগর মাঝে
কিন্তু একবার তুমি সমুদ্রে নেমে এসো।
একবার প্লিস আমাকে ভালোবেসে
আরো গভীরে তোমার বুকের পাঁজরে হৃদয়ের দরজায়।


No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...