Thursday, January 8, 2015

RISHI026@GMAIL.COM

সত্য অভিমান
.............. ঋষি
=======================================
জীবনের মিথ্যে গুলো সত্যি ভাবতে ভাবতে
কখন যেন হ জ ব র ল
সত্যি গুলো মিথ্যা হয়ে গেছে ।
অদ্ভূত আগুনে চোখে ,স্বপ্নের সিঁড়িগুলো
হিসেব গুলিয়ে গেছে ,
আর জীবন পরে পাওয়া চৌদ্দ আনা মিথ্যা সফরে।

না হে জীবন আলিঙ্গন এখানে দোটানার নাম
জীবন এখানে দোলনার নাম,
আর হেঁটে চলা হলো বেঁচে থাকার নাম।
ভীষণ নেগেটিভ থিঙ্কিং সুমন
তুমি বলেছিলে ।
আমি বলেছিলাম প্রতিটা নেগেটিভ ভাবনায়
একটা চিনচিনে কষ্ট থাকে ।
আর কষ্ট ছাড়া তো বাঁচা যায় না
যেমন যায় না বাঁচা তোমায় ছাড়া।

মিথ্যা বলি নি সেদিন ,মিথ্যা বলি নি আজ ও
শুধু সময় বদলে গেছে।
পজিটিভ আগুনে নিজেকে পোড়াতে পোড়াতে
কখন যেন সত্যিগুলো মিথ্যা হয়ে গেছে।
তোমার মত
আমার  মিথ্যা গুলো সত্য হয়ে গেছে।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...