Wednesday, January 14, 2015

RISHI026@GMAIL.COM


বাঁচার ইচ্ছায়
---------- ঋষি
====================================
অনেকগুলো কারণ থাকার বেঁচে থাকার
সবুজের ঘ্রাণ,সবুজের প্রেম ,সবুজের হাতছানি।
কিন্তু কি জানিস
জীবন জ্বলন্ত ট্রেনের কামড়া।
বাইরের পৃথিবীর রঙিন রং কাছে টানে গায়ে জড়িয়ে
অথচ কখন যেন ট্রেনের সিগন্যাল  লাল হয়ে যায়।

আটকে থাকা পৃথিবীর মাটিতে চোখের বালি
উড়ে আসে ,ছুঁয়ে যায়।
তবু একবার ফিরে চায়
আদরের নৌকোয় পা দোলায় ,ছলাত ছলাত জলে।
জীবন চলছে রে
এগিয়ে চলেছে সুপার জেটে পৃথিবী।
সেই কিন্তু যতটা এগোনো যায় আগামীর আলোয়
ঠিক ততটা পিছিয়ে শুরু করা যায় না।

তুই বলিস জীবন ট্রেন না
কোনো লাল , সবুজ সিগন্যাল নয় ,খোলা আকাশ।
সত্যি ভাবতে ভালো লাগে খালি পায়ে
সবুজ শহরে আদরের নৌকোয়।
কিন্তু কি জানিস সবুজ রংটা প্রিয় আমার
অথচ দেখ আমি লাল রঙের গোলাম। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...