Saturday, January 17, 2015

RISHI026@GMAIL.COM

 লাল পাড়ে বেনারসী
................... ঋষি
=========================================
ঘুম ভেঙ্গে গেলো
মেয়েটা শাড়ি পড়তে ভালোবাসতো,
মেয়েটা লাল পাড়ে বেনারসী ভালোবাসতো।
ভালোবাসতো ছোটো থেকে খেলনা পুতুল খেলতে
ভালোবাসতো মায়ের মতো রান্না বাড়ি করতে।
মেয়েটা আসলে বিয়ে করতে ভালোবাসত
ভালোবাসতো বরের সাথে সংসার সংসার খেলতে।

আজ সানাই বাজছে মেয়েটার বিয়ে
আজ সানাই বাজছে মেয়ে লাল পেড়ে বেনারসী পড়ে।
বারংবার আয়নার দিকে তাকাচ্ছে
ঠিক তার মায়ের মুখ বসানো ,চোখে সেই হাসি।
মেয়েটা খুব আনন্দে আছে ভাবনার দোলনায়
দোল দোল দুলুনি ,রাঙ্গা মাথায় চিরুনি,
বর আসবে এখুনি ,নিয়ে যাবে    .......
বর এসেছে নিচে ,তুমুল হট্টগোল ,শাঁখের শব্দ।

ঘুম ভেঙ্গে গেলো
মেয়েটা একলা বসে আজও বিয়ে হয়নি তার,
মেয়েটা একলা বসে বরপনের টাকা যোগার হয় নি তার।
মেয়েটা ভালোবাসতো শাঁখা ,সিঁদুর পড়তে
মেয়েটা  ভালোবাসতো বর বউ খেলতে।
মেয়েটা তাই একলা বসে শাড়ি পড়ার কল্পনায়
মেয়েটা যে লাল পাড়ে বেনারসী ভালোবাসতো।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...