Tuesday, February 17, 2015

চলন্তিকা ও পাহাড়ি ঝরনা

চলন্তিকা ও পাহাড়ি ঝরনা
............. ঋষি
====================================
চলন্তিকা তোর বৃহৎ বুকে আকাশ পাতা
দোলা দেওয়া হৃদপিন্ড লাল আকাশ আমার  বুকে।
চলন্তিকা তুই আকাশ হতে পারিস
হতে পারিস কোনো পাহাড়ি তিরতির ঝরনা।
সৃষ্টির বুক চিরে তুই এগিয়ে যাস
ক্রমশ নিচে আরো নিচে।
কেন চলন্তিকা
তুই তো নারীরুপি অমোঘ খাজুরাহ পৃথিবীর বুকে
এক সৃষ্টিরুপী জীবিত প্রবাহ।

চলন্তিকা সৃষ্টির আনন্দে
তোর বুকে শুয়ে রক্তাক্ত নারী প্রত্যাহত দিবিনিশি।
নিস্তরঙ্গ এই পৃথিবীর পাপ তোকে ছুঁয়ে
তুই পাহাড়ি ঝরনা অবিরত
এই পৃথিবীর বুকে পরম শান্তি ।

চলন্তিকা  সৃষ্টি তোকে চেনে নি
আসলে নাভির নিচ থেকে পাহাড়ি নদী।
শুধু নদী ক্রমাগত।
এ সৃষ্টি অন্ধ চলন্তিকা।
হৃদয় দেখেনি, বৃহৎ উচ্ছল সামুদ্রিক হৃদয়
আগমন আর প্রত্যাগমন অসংখ্য টানাপোড়েন।
প্রাচীন স্তবকে সাজানো প্রাকৃতিক গুহা
হা ঈশ্বর চলন্তিকা তুই সৃষ্টি
আনন্দের চলমান প্রেম পাহাড়ের বুকে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...