Saturday, February 7, 2015

দোলায় দোলনায়

দোলায় দোলনায়
.............. ঋষি
=======================================
আসতে করে নিজেকে সরিয়ে রাখা
এ জীবনের ট্রিলিয়ন রাত্রে অজস্র সম্ভবনা।
আশা নিরাশার দোলায় দোলনায় জীবন
দুলতে থাকে।
আর সময় নির্বিকার হাসতে থাকে
অবিকল দোলনায় জীবন।

কি হে রাত্রি
অন্ধকার পেঁচাদের সাথে চুমুচাটি আলোকপাত।
অন্ধকার বিছানার কোনে জীবিত জীবন
সিলিঙের শেষ প্রান্তে আশ্রয় খোঁজে পৃথিবী।
দেওয়ালে পিঠ ঠেকে যায়
অবিরত ঘুম ভেঙ্গে যায়।
মন হাওয়ায় ,হাওয়ায় করেছি যে দান
অদ্ভূত অফুরান।

আসতে করে নিজকে সরিয়ে রেখে
বোবা অ্যাশট্রের লাল চোখ আরো দ্রুততম ধোঁয়াতে।
ধন্য জীবনের পরকীয়ায়
নামতে থাকে।
আর সময় অদ্ভূত মুখ ভ্যাংচায়
অবিকল বেঁচে থাকায়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...