Sunday, February 1, 2015

RISHI026@GMAIL.COM

কিন্তু কোথায়
......... ঋষি
==========================================
রুটিনমাফিক অলিগলি বেয়ে দৈনন্দিন আনাগোনা
সময় এখানে মাঝে মাঝে বসন্তর কোকিল।
এক মুখ দাঁড়ি,হাঁচি ,কাশি জীবন
দস্তুর পাঞ্জাবী ,নোংরা জিন্স ,বাইকের গিয়ার বদল জীবন।
কিন্তু
যার তরে সে কোথায়।

যার তরে কলমের নিবে ত্রিমাত্রিক রূপরেখা
শব্দ ,ব্রম্হ আর প্রেম।
ঈশ্বরশালীন রোজকার নারায়ণ শিলায়
মাথা ঠোঁকা।
আকাশের চাঁদ আর অনিদ্রায় আমি  দৈনন্দিন বেঁচে থাকায়
কোথায় সে।

কথায়,কথায় হাজারো স্রোতে ভরপুর
জীবনের কবিতায়।
না বলা যাতনাদের ভিড়ে ঘড়ির কাঁটায়
দস্তর আবহসঙ্গীতে ফিসফিস উই সাল ওভারকাম রোজকার।
কিন্তু
যার তরে সে কোথায়।

  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...