Tuesday, February 24, 2015

নেম অফ ডেথ

নেম অফ ডেথ
............. ঋষি
============================================
নিজেকে আমার ভীষণ দরকার
নির্দিষ্ট সুচিপত্র ছাড়িয়ে সময়ের পরে প্রেম।
শুকনো পাতা ঝড়া বৃক্ষ হৃদয়ের খাতায়
তোমাকে আমার ভীষণ দরকার।
নিত্য ক্ষতের মলমে অত্যাধুনিক ফর্মুলায় তৈরী
আজকের কবিতার বিশেষ নাম
বিষের কবিতা।

পত্রিকার পাতায় পাতায় ফুটে ওঠা বিজ্ঞাপনে দরকারী ভীষণ
শরীরের খাঁজখোঁজ ,নিস্বার্থ জীবনের মাছের বাজারে।
কই মাছ আমার ভীষণ প্রিয়
মৃত্যুর দরকার ,কিংবা হেমলক।
প্রাচীন স্তবকের বুক ছেঁড়া আর্তনাদ
লাইফ ইস এ গেম অফ রিয়াল বিউটি।
অর এ ইম্পারালাল ওয়ে অফ লাইফ নেম অফ ডেথ
আমার সৃষ্টি আমার প্রেম।

নিজেকে আমার ভীষণ দরকার
নির্দিষ্ট কর্মসূচির পরে জঞ্জাল সময়ের দরজায়।
কর্পরেসনের পালতোলা পঙ্ক্ষিরাজ
রাম নাম  সত্য হে ,রাম নাম।
কি দরকার আবার ঈশ্বরের
বাকিটুকু নাহয় আমি ঈশ্বর সেজে থাকি ,
আর তুই জীবনের জ্বলন্ত মৃত্যু হ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...