Tuesday, February 24, 2015

নেম অফ ডেথ

নেম অফ ডেথ
............. ঋষি
============================================
নিজেকে আমার ভীষণ দরকার
নির্দিষ্ট সুচিপত্র ছাড়িয়ে সময়ের পরে প্রেম।
শুকনো পাতা ঝড়া বৃক্ষ হৃদয়ের খাতায়
তোমাকে আমার ভীষণ দরকার।
নিত্য ক্ষতের মলমে অত্যাধুনিক ফর্মুলায় তৈরী
আজকের কবিতার বিশেষ নাম
বিষের কবিতা।

পত্রিকার পাতায় পাতায় ফুটে ওঠা বিজ্ঞাপনে দরকারী ভীষণ
শরীরের খাঁজখোঁজ ,নিস্বার্থ জীবনের মাছের বাজারে।
কই মাছ আমার ভীষণ প্রিয়
মৃত্যুর দরকার ,কিংবা হেমলক।
প্রাচীন স্তবকের বুক ছেঁড়া আর্তনাদ
লাইফ ইস এ গেম অফ রিয়াল বিউটি।
অর এ ইম্পারালাল ওয়ে অফ লাইফ নেম অফ ডেথ
আমার সৃষ্টি আমার প্রেম।

নিজেকে আমার ভীষণ দরকার
নির্দিষ্ট কর্মসূচির পরে জঞ্জাল সময়ের দরজায়।
কর্পরেসনের পালতোলা পঙ্ক্ষিরাজ
রাম নাম  সত্য হে ,রাম নাম।
কি দরকার আবার ঈশ্বরের
বাকিটুকু নাহয় আমি ঈশ্বর সেজে থাকি ,
আর তুই জীবনের জ্বলন্ত মৃত্যু হ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...