Saturday, February 28, 2015

কালকের চিত্কার

কালকের চিত্কার
,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
===================================

পচা গলা শব্দগুলো বার্ষিক নিজের মত
কানের কাছে বলতে থাকে সুদিন।
জীবন হাসতে থাকে চিত্কার
এক পলকে একটু দেখা তোমার আমার।
শ্মশানের কাঠের আড়ালে লোকানো পোড়ার গন্ধ
আর চন্দনের নকল পারফিউম
মিলে মিশে একাকার।
.
এই যে মানুষবাবু  ঘুম আসছে না
বিশ্ব ব্রম্হান্দের তৃতীয় গ্রহে আজ সুদিন।
আন্তর্জাতিক সমস্ত দিবসে আড়ালে বসানো হাঁড়ি কাঠ
গো বেবি গো, জানা পথ ঘাট।
সম মিশেল পণ্য সিগারেটের ধোঁয়া
নেশার পৃথিবীতে হিসেবের থুতু গোনা কাগজের ছোঁয়া।
শুনছেন ঈশ্বর,শুনছেন
ওই যে পরে থাকা ধ্বংসস্তুপ লোভের পাহাড়।

পচা গলা মাংসের আড়ালে ভয়ংকর চোখ মানুষ
আর বাবুরা সব চর্বির পাহাড়ে পাঁপড় ভাঁজা।
কৌশলে বিজিনেস প্লট  গোনা স্লিম্মিং সেকসান,বিউটি পার্লার
কমান ,বাড়ান ,লাগান ,ছাড়ান সব সম্ভব।
ঈশ্বর এখন পৃথিবীর দাস।
আর প্রকৃতি ,সাবধান পিশাচিনির  চিত্কার
পরে থাকা ধ্বংসস্থুপ আগামীর শীত্কার। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...