Tuesday, February 24, 2015

তবু আলাদা

তবু আলাদা
.................... ঋষি
====================================
চারিদিনে অন্ধকার জঙ্গল
ইচ্ছাছিল তোর হাত ধরে দেখে নেব সবুজ পৃথিবী।
তুমুল ঝড় ,বদলানো ইচ্ছাদের কথা কাটাকাটি
ইচ্ছে হলো একলা হাঁটি।
সামনে পরে থাকা দুটি পথ দুদিকে
বহুক্ষণ চোখ ছিল তোর পথে
তবু আলাদা।

সবটাই আলাদা আলাদা এগিয়ে চলা জীবন
আমার মুঠোফোনের স্ক্রিনে জ্বলন্ত আগুন।
তোর ঠোঁট ,তোর কপাল ,তোর ঠোঁট ছুঁয়ে
তরল লাল রং।
আমি ভেসে গেছি কবে আরো একাকার
আমি তো মরে গেছি কবে ছিন্ন এই জঙ্গলে,
অসংখ্য মাথার খুলি।
পথের পাশে পরে থাকা হাড়গোঁড় জানান দেয়
আমি হেরে গেছি ,সবটুকু স্মৃতি।

চারিদিকে অন্ধকার জঙ্গল
ইচ্ছাছিল  একবার অন্তত একবার
সীমান্তে দিকভ্রষ্ট পথিকের সাথে সঙ্গোপনে।
সবকিছু বদলে যায়
আলাদা পথ ,ঘুর্নিয়মান পৃথিবীর আলিঙ্গনে ,
হয়তো হারবার কথা ছিল
তবু আলাদা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...