Tuesday, February 17, 2015

হৃদয়ের স্পর্শে

হৃদয়ের স্পর্শে
................. ঋষি
================================
আজকাল তোকে চিনতে পারি না
কোনো পরিযায়ীর ডানায় ভর করে জীবন।
উতল হাওয়ায়,ভাসতে থাকে
পাহাড়ি মেঘে উবুর করা রৌদ্র আমাকে পোড়াই।
বারংবার কানের পাশে ফিসফিস
তোকে আমি আজকাল ছুঁতে পারি না।

তোর ভিজে ঠোঁটের গন্ধে
মাতাল করা মহুয়ায় আমি চান করি নি বহুদিন।
কেন যেন মনে হয়
তোকে আমি আর পেতে পারি না খুব কাছে।
আমার স্পর্শ গুলো আগুনে চিতায় পুড়ে  যায়
আমি আগুনে পুড়ে সোনা পেতে পারি না।

তোর সেই একলা বেলায় স্নানের ঘাটে
তোকে আমি ক্যানভাসে আঁকতে পারি না।
রং গুলিয়ে যায় ,হিসেব মেলে না
তোকে আমি কবিতায় লিখতে পারি না।
বারংবার জীবিত বাহানায় উপদ্রব
তোকে আমি ভালোবাসতে পারি না।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...