Tuesday, February 24, 2015

আজকের রবীন্দ্রনাথ

আজকের রবীন্দ্রনাথ
............ ঋষি
======================================
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
আজকের রবীন্দ্রনাথ।
ক্যানভাসে এঁকে চলে প্রেমিকার মুখ
চিরদিন তুমি যে আমার।
আকাদেমির হাস্যকর নাটকের ক্যাপসন
প্রেম তুমি কবে কার।

হাসবেন না ,একদম হাসবেন
পরিস্থিতি মারাত্মক পারমানবিক বোমাবাজি পৃথিবীর।
মারাত্মক বুলেট প্রেম
শরীর জুড়িয়ে যায় ,প্রাণ পুড়িয়ে যায়।
সকাল সন্ধ্যে রাত্রি আমি তুমি ,তুমি আমি
আর কতক্ষণ ভদ্রলোক।
শুকিয়ে যাবে মরে যাবে আবারও প্রেম
মৃত নরকের দরজায়।

ফুল ফুটুক না ফুটুক প্রশ্ন নেই
ফুল ফুটবেই ,মুকুলে মধু লোভি প্রজাপতির ভিড়।
রক্তচোষা প্রেম চুষবে অর্বাচীন নতুন প্রেম মডেল
প্রেম ক্ষণিকার আহ্বানে উদাত্ত দরজা খুলবেই।
সে আসছে ,আসবে বারংবার
বদলানো আয়নায় দেখা প্রেমিকার মুখ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...