Tuesday, February 17, 2015

তাহাদের কথা

তাহাদের কথা
............... ঋষি
===========================================
জীবন নিয়ে ছেলেখেলা
অনকেই খেলছে।
কেউ জীবনে মানে খুঁজে এগিয়ে বেড়াচ্ছে
কেউ বা পালাচ্ছে জীবন থেকে দূরে।
প্রজাপতিদের শুকনো ডালে আজকাল কামনাদের ভিড়
মাঠের ভুট্টা খেতে কেউ ভুট্টা খাচ্ছে
কেউ বা এককোনে জীবিত ভুট্টা  দেখাচ্ছে।

জীবিত মানে
বারংবার ওঠাবসা জীবন নিত্য জীবিকার সাথে।
বাসে ,ট্রামে ,নোংরা জ্যামে
জীবন খাবি খাওয়া বেঁচে থাকা শরীরের ঘামে।
সবটুকু ন্যাকা ন্যাকা পৌরসভার  সস্তার পরিবহন
বেঁচে তো আছি বাছা ওনাদের সাথে
ঈশ্বর নগ্ন ব্যস্ততার নামে।

জীবন ও জীবিত
আমি এদের থেকে একটু দূরে।
তোমার অপেক্ষায় ,,যদি আসো
আমার হাত ধরো,, আমি যে বেঁচে।
সেই জীবিত অতীতের হাতছানি
আর যদি নাই বা আসো
আমি জীবন ছেলেখেলা নয় দৈনন্দিন জ্ঞানে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...