Wednesday, February 4, 2015

RISHI026@GMAIL.COM

কলম্বাসের পৃথিবী
.............. ঋষি
============================================
আর কিছুক্ষণ জীবন থেকে দূরে দাঁড়িয়ে
কলম্বাসের পৃথিবীর পথে আবিষ্কার অন্য পৃথিবী
প্লিস আরেকটু পথ বাকি
মৃত কলম্বাস তোর জীবন আবিষ্কারের অনন্য তালিকায়
পৃথিবীর অন্য রূপ দেখা বাকি

শহর পেড়িয়ে গেছি সুমেরু ,কুমেরুর শেষ কিনারায়
ওমা পায়ের তলায় মাটি শুকোয় নি।
রক্তের ছোপ রেখে গেছে অন্য বিষাক্ত পৃথিবী
রক্তের শরীর বেয়ে নদী নামছে ,পা পিছলে আলুরদম।
হরদম হরদম বরফ গলছে মিনিট সেকেন্ড মুহুর্তে
কলম্বাস শুনছিস পৃথিবী ঘুমিয়ে ,
কলম্বাস শুনছিস পৃথিবী আকাশের চাঁদে।
হাসিস না প্লিস কলম্বাস ,শোন আমরা সভ্য
আমরা সভ্যতার দূত পৃথিবীর পথে।

আর কিছুক্ষণ জীবন মাটিতে দাঁড়িয়ে পা
ডুবে যাচ্ছিস ,ডুবে যা পঙ্কিল পাঁকে বিছানো কার্বনের কালি।
শ্মশানে বিছানো পৃথিবীর আগামী
মৃত কলম্বাস দেখছিস তোর দূরবীনে অখ্যাত ফ্রান্সিসের ক্যানভাস ,
ভেসে যাচ্ছে মহাপ্লাবন পৃথিবীর বুকে।

[বিদ্র : ছবিটি " দ্যা দিলুজ"  পৃথিবী বিখ্যাত আইরিশ চিত্রকর ফ্রান্সিস ডান্ডির আঁকা। , মহাপ্লাবন আমার কবিতার বিষয়বস্তু। ]  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...