Saturday, February 7, 2015

চলন্তিকা ও পিলসুজ

চলন্তিকা ও পিলসুজ
.................. ঋষি
========================================
চলন্তিকা ঘড়ির কাঁটায় পিলসুজের পুড়ে যাওয়া
ঈশ্বর বোঝেন নি শুধু তোর হৃদয়।
মাংস ,রক্তের সিঁড়ি বেয়ে অসংখ্য বেঁচে থাকা
ক্ষুদ্র প্রকোষ্ঠে অনুভুতিদের বাস।
নিদ্রা যায় সময় আমার শহরে চলন্তিকা
অনিদ্রার শারীরিক বাস।

এ হে চলন্তিকা আজীবন নিজ হৃদয়ে
পতি ,পুত্র ,নারীত্বের মানের খোলাকুচি পৌরুষের ঘা।
কোথায় পুরুষ এ সভ্যতায়
কথায় পুরুষ এ সভ্যতায় অস্তিত্বের তিন নম্বর পা।
সোনার কাঠি ,রুপোর কাঠি ঘুমোক চলন্তিকা
মানুষ জন্মের তোর আলতা রঙিন খালি পা।

লক্ষী এলেন। লক্ষী এলেন
চোখের কিনারায় পিলসুজের জমা যোনির কালো কালি।
নিয়ামক নিরাময় মাংস কেনা দাসী ,বুভুক্ষু সভ্যতায়
আজকের বাসর কালকে রজনী শুকিয়ে  যাওয়া খালি।
শরীর জুড়ে অনটন , প্রেম খোঁজে শহরে মহাভোজ
চলন্তিকার দেখতে থাকে ঈশ্বরের সৃষ্টির চোখের বালি খালি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...